মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৬০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হয়। অপরদিকে পৃথক এক অভিযানে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে এক দালালসহ মালেয়শিয়াগামীকে আটক করা হয়েছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, রবিবার ভোররাত ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সময়ে সংশ্লিষ্ট বিওপি’র জওয়ানরা শাহপরীরদ্বীপ, হোয়াইক্যং ও পর্যটন মোড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৬০ রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হয়েছে।
অন্যদিকে শাহপরীরদ্বীপ বিওপি’র নায়েক সুবেদার আবদুল করিমের নেতৃত্বে বিজিবি’র জওয়ানরা অভিযান চালিয়ে সৈকত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে দালাল স্থানীয় মোঃ হাফেজুল্লাহসহ মালয়েশিয়াগামী চকরিয়া বদরঘাট এলাকার এনামুল হককে (২২) আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply