চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন খতিবের হাটে মা-মনি ভবনে দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পাঁচলাইশ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মা-মনি ভবন নামের পাঁচতলা ভবনটি ঘিরে ফেলেন। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঐ পাঁচতলা ভবনের পঞ্চম তলায় সংঘটিত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে পাঁচলাইশ থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়। অপর একটি পুলিশ সূত্র রাত পৌনে ৯টায় জানায়, দুই শিশুকে ঘাতকরা বাথরুমের কমোডের উপর জবাই করে এবং তাদের মাকে শোবার ঘরে বিছানার উপর গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার আলামত প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে।
রাত ৯টায় ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মহানগরী গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার শাহারিয়ার আলী ইত্তেফাককে জানান, ১ শিশুপুত্র ও ১ শিশুকন্যাসহ একজন মহিলার গলা কাটা লাশ পাওয়া গেছে মা-মনি ভবনে। পুলিশ সিআইডির ক্রাইম সিন বিশেষজ্ঞ অপেক্ষায় আছেন। তারা সুরতহাল ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না করা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মা-মনি ভবনের চারপাশে শত শত উত্সুক মানুষের সমাগম ঘটে। স্থানীয় জনসাধারণ জানান, ঐ ভবনের পাঁচতলায় একজন মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী ২ সন্তান নিয়ে বসবাস করছিলেন।
Leave a Reply