সন্তানের জন্য মায়ের ত্যাগ চির সত্য। আর তাই মেয়ে অ্যানজেল হার্বাটের সন্তান নিজের গর্ভে বড় করে সেই সন্তান প্রসব করেছেন এক মা। তিনি লিন্ডা সিরোইস। তার মেয়ে হার্বাট (২৫) হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা সতর্ক বাণী শুনিয়েছেন তাকে। বলেছেন, তার জন্য সন্তান ধারণ করা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু নারীর মন! তা কিছুতেই বাধা মানে না। হার্বাটের মধ্যে মা হওয়ার এক উদগ্র বাসনা বার বার জেগে উঠে। তিনি এ নিয়ে তার মা লিন্ডা সিরোইসের সঙ্গে আলোচনা করেন। মেয়ের সুখের জন্য লিন্ডা এগিয়ে আসেন। তিনি হার্বাটের সন্তানের ভ্রূণ তার গর্ভে ধারণ করে তা প্রসব করার প্রতিশ্রুতি দেন। সে মতোই কাজ। লিন্ডা সিরোইসের গর্ভে বড় হতে থাকে তার মেয়ে ও জামাইয়ের শুক্রাণু ও ডিম্বাণুর মিলিত রূপ ভ্রূণ। গত ১৭ই আগস্ট লিন্ডা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার মেয়ের সন্তান প্রসব করেন। তার নাম রাখা হয় ম্রাডেন। এ ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে।
Leave a Reply