মায়ানমারে পাচার কালে নাফনদী থেকে ২ লাখ টাকার ঔষুধসহ নৌকা জব্দ করে বিজিবি। গত ৫ জুলাই বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ বিওপি বিজিবির নায়েক সুবেদার শহীদের নেতৃত্বে নাইট্যংপাড়া সীমান্তের নাফনদীর জলসীমা দিয়ে মায়ানমারে পাচার কালে স্পীড বোটে নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ দেশীয় তৈরি এ্যারিস্টোভিট-বি, ফেরোগ্লোবিন, বিকোনেক্স, রেস্টোভিট, এ্যারিস্টোভিট, ফিয়া, রেন-ভা, ডিসপ্রিণ, বি-৫০ র্ফোট, ফেমিফিল, ফিলমেট, ইন্দেফেনাক, প্যারাপাইরল, এ্যামোক্সিসিলন, ভেনটোলিন, এন্টাসিড, নাপা, ব্রডিল, বেটনিলান, নিওসেপটিন-আর, হিস্টাসিন, ম্যাক্স প্রো, ফি-প্লাস, ওরস্যালাইন, অপসোভিট ইনজেকশন, সূখি বড়িসহ বিভিন্ন প্রকারের ২ লাখ ২ হাজার ৮১৯ টাকার ঔষধু জব্দ করে। জব্দকৃত ঔষধ ও নৌকা টেকনাফ শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান বলেন, মায়ানমারে পাচার কালে নাফনদী থেকে বিপুল পরিমান ওষুধ জব্দ করা হয়। সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে।
Leave a Reply