এটি এন ফায়সাল,টেকনাফ…
সংসারের অভাব দূর করতে ভাল রোজগারের আশায় সাগর পথে মালয়েশিয়া যাত্রী জাফর আলমকে সাগরে নিক্ষেপ করে প্রাণে মারার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় ২দালালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে।
জানাযায়-গত ১১ডিসেম্বর সাগর পথে স্বপ্নের মালয়েশিয়া যাওয়ার সময় ডায়রিয়ায় আক্রান্ত হলে কতিপয় ট্রলারের লোক হ্নীলা উলুচামরী এলাকার মৃত ছালামত উল্লাহর পুত্র জাফর আলমকে সাগরে নিক্ষেপ করে। মালয়েশিয়ায় পৌঁছে অন্য সহকর্মীরা মোবাইল ফোনে নিহত জাফরের পরিবারকে বিষয়টি অবহিত করে। এ সংবাদে ৫ অবুঝ শিশু ও সেলিনার সংসার জীবনে অন্ধকার নেমে আসে। ভেঙ্গে পড়া জাফরের স্ত্রী সেলিনা দালালের মোবাইল নং-০১৮২৩-৫৩৩৪৫৯-এ যোগাযোগ করে ১নং আসামীর সাথে কথা বলেন। ১নং আসামী রফিক লোকজন পৌঁছছে কিনা তা নিয়ে ব্যস্থ আছি এবং এ ব্যাপারে পরে কথা বলার জন্য বলে। উক্ত জাফরকে সাগরে নিক্ষেপে হত্যার বিষয়টি দালাল নিশ্চিত হওয়ার পর অসহায় এই পরিবারকে সহায়তার অনুরোধ জানালে তিনি এড়িয়ে চলেন। আরো দম্ভ করে বলেন- এ রকম কত মানুষ মাছের পেটে গেল তার হিসেব নেই আর নাকি এ বেড়ার জন্য ক্ষতি-পূরণ দিতে হবে। আমাদের হাত অনেক লম্বা থানায় মামলা করলেও কিছুই করতে পারবে না।
অবশেষে নিরুপায় হয়ে নিহত জাফরের স্ত্রী সেলিনা আক্তার গত ২ জানুয়ারী টেকনাফ থানায় লিখিতভাবে দালাল মোঃ রফিক (৩০),পিতাঃ- নুর মোহাম্মদ, সাংঃ- কচ্ছপিয়া, মোঃ হারুন (৪০),পিতাঃ জালাল আহমদ,সাং- মারিশবনিয়া,বাহারছড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি বর্তমানে বাহারছড়া ফাঁড়ির আইসির হাতে তদন্তাধীন রয়েছে।