মোঃ সিরাজুল হক সিরাজ…জেলা ভ্রাম্যমান প্রতিবেদক ঃ- দ্বীপ উপজেলা ডিগ্রী কলেজে পূর্ণাঙ্গ অনার্স কোর্স দেওয়ার জোর দাবী করেছে, প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমীপে মহেশখালীবাসী। মহেশখালীর চারিদিকে গভীর বঙ্গপোসাগরে বিস্তৃত একমাত্র উচ্চ শিক্ষার বাহন হচ্ছে এই মহেশখালী ডিগ্রী কলেজ। বিগত ১৯৮৫ ইংরেজী সনে মহেশখালী ডিগ্রী কলেজ শুভ উদ্ভোধন যাত্রা শুরু করে। আস্তে আস্তে পা-পা করে অনেক অনেক ছাত্রছাত্রীর বিপুল সামবেশ এই ডিগ্রী কলেজে। বর্তমানে প্রায় দুই হাজারের মত ছাত্রছাত্রী সঠিক ভাবে লেখাপড়া করে যাচ্ছে। মানবিক বিভাগে ডিগ্রী পর্যন্ত কোর্স আছে। বিজ্ঞান বিভাগে ও বানিজ্যক বিভাগে এখনো পর্যন্ত অনার্স কোর্স চালু নাই। মহেশখালী একমাত্র ডিগ্রী কলেজ হওয়ায় ও উচ্চ শিক্ষার একমাত্র বাহন হওয়াতে মহেশখালীর গরিব মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়া করার বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। এস.এস.সি. পাশ করার পর সহজেই এ মাটির জম্ম গ্রহণকারী ছাত্রছাত্রীরাই সহজেই মহেশখালী ডিগ্রী কলেজে ভর্তি পূবর্ক যাচ্ছে। এইচ.এস.সি.পাশ করার পরে মহেশখালী ডিগ্রী কলেজে, ডিগ্রী কোর্স চালু আছে। তাই কক্সবাজার যাইয়া ডিগ্রীর পরীক্ষা দিতে হয়, কারণ এখানে ডিগ্রী পরীক্ষার সেন্টার নাই। এইচ এস সি ভাল পাশ করে ও কমার্স বিভাগের ছাত্রছাত্রীরা বড়ধরনের বেকায়দায় পড়ে আছে, গরিব অসহায় ঘরে ছাত্রছাত্রীরা । ছাত্রছাত্রীরা গরিব ঘরের জম্ম গ্রহণ করাতে চট্টগ্রাম,ঢাকা,কক্সবাজার, থাকিয়া খাওয়াপরা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাদের অভিভাবকদের আর্থিক ভাবে অভাব অনটনের কারণে মহেশখালীর বাহিরে যাইয়া লেখাপড়া করার তাদের পক্ষে অসম্ভব বিদায় অনেক অনেক ছাত্রছাত্রী রীতিমত কান্নাকাটি করিতেছে অকাল এই সোনালী জীবন বিনষ্ট হওয়ার পথে। ছাত্রী হলেও আরো অসুবিধা তার অভিভাবকের হোসটেলে বা ভাড়া বাসাতে থাকিয়া আর্থিক ভাবে যোগান দিতে পারছেন না। তাই মহেশখালীতে বিগত কমার্স বিভাগে ভাল মেধাবী ছাত্রছাত্রীরা রীতিমত চিন্তাই আতংক ভোগেছে। অনেক অনেক ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগেও একই দশা একই কথা। মহেশখালী উপজেলাতে একটি পৌরসভা,আটটি ই্উনিয়ন নিয়ে গঠিত । মোট জনসংখ্যা বর্তমানে ৫ লাখের মত। এই বিশাল জনগোষ্ঠীর একমাত্র ডিগ্রী কলেজটি হল একমাত্র উচ্চ শিক্ষারই বাহন। আমি সরজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণে গেলে ধলঘাটা ইউনিয়নের বাসিন্দা আইয়ুব আলী, জাহানারা, আবুল মনচুর, রমেস দাশ, মৌঃ ইউনুস আরোও অনেকে জানান যে, মহেশখালী ডিগ্রী কলেজে অনার্স কোর্স দেওয়ার জন্য বলেন। মাতার বাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান বিভিন্ন রানৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীর লোকজনের সাথে আলাপ কথাবার্তা বলিলে সবাই বলেন দ্বীপ মহেশখালী ডিগ্রী কলেজের অবশ্যই অনার্স কোর্স চালু করার গুরুত্ব এবং অতিব প্রয়োজন। ঠিক একই ভাবে কথা বলেন ইউনিয়ন কালারমার ছড়ার জনসাধারণ, শাপলাপুর ইউনিয়নের জনসাধারণ, হোয়ানক ইউনিয়নের জনসাধারণ, বড় মহেশখালী ইউনিয়নের জনসাধারণ, কুতুবজোম ইউনিয়নের জনসাধারণ, ছোট মহেশখালী ইউনিয়নের জনসাধারণ ও মহেশখালী পৌরসভার জনসাধারণ। পরিদর্শন ও পর্যবেক্ষণে দেখা যায় মহেশখালীর ৫ লাখ মানুষের মহেশখালী ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু করার গণ দাবীতে পরিণত হয়। প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমীপেঃ দয়ার দৃষ্টি আর্কষণে জোর প্রাণের দাবী করেছে মহেশখালী বাসী।
জেলা প্রতিবেদক – ০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply