হারুনর রশিদ হারুন...মহেশখালী পৌরসভাধীন এলাকার বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতা বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে গতকাল ৪ জুলাই পৌরসভা কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক গোরকঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা এবং পৌরসভার কর্মকর্তা বৃন্দ। বক্তৃতা কালে পৌর মেয়র বলেন, আগামীকাল ৫ই জুলাই পবিত্র শবে বরাত হচ্ছে জেনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই অনুষ্টানের আয়োজন। মুসলিম উম্মাহার জন্য দিনটির তাৎপর্য অসীম। গরীব অসহায় প্রতি বন্ধি ও বিধবাদের মাঝে অতি দ্রুত তাদের ভাতার টাকা পৌছে দেওয়ার জন্য প্রধান মন্ত্রীর নির্দেশ মোতাবেক উক্ত ভাতার টাকা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন উক্ত বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার টাকা বিতরনকালে যেন কোন দুর্নিতি না হয়, এমনটি নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দের প্রতি। পরে তিনি প্রতিবন্ধি ও বিধবাদের সুখ দুঃখের খবর নেন। এতে প্রতিবন্ধি ও বিধবারা বলেন ব্যাংকে গিয়ে টাকা নেওয়ার চেয়ে এখানে পৌরসভা কার্যালয়ে ভাতার টাকা নেওয়া অনেক সহজ। এ ব্যাপারে দৃষ্টি প্রতিবন্ধি সিদুলের সাথে আলাপ হলে সে বলে আল্লাহ যেন আমাদের পৌর মেয়রের দীর্ঘ আয়ু ও সুস্থ রাখুন। তার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা পৌরসভা কার্যালয়ে ভাতার টাকা গ্রহণ করতে পেরেছি।
ছবির ক্যাপাশন ঃ বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা বিতরন করেন পৌরমেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
প্রেকর ঃ
হারুনর রশিদ হারুন, মহেশখালী- ৫ জুলাই।
০১৮৪৩৭২০১২০
Leave a Reply