মহেশখালী সংবাদাতা ….মহেশখালীতে পাওনা চাইতে গিয়ে এক যবুক রক্তাক্তের শিকার হয়েছে। আহত যবুক কে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হযেছে। ঘটনাটি ঘটেছে মহেশখালী পৌরসভা এলাকার পুটিবিলা ফাজিল মাদ্রসার সামনে। এলাকাবাসী সুত্রে জানাযায়, স্থানীয় পুটিবিলা লম্বা হাযদার পাড়া গ্রামের মৃত কবির আহাম্মদের পুত্র ওমর ফারুক স্থানীয় পৌর কাউন্সিলর আবু জাফর এর কাছ থেকে জমি ক্রয় এর উদ্দ্যেশ্য চেক ও কাগজ মূলে প্রদান করে প্রায় ৪ লক্ষ টাকা। ওমর ফারুক বেশ কয়েকবার জমি রেজিষ্ট্রেরীর কথা বল্লেও আবু জাফর গংরা বার বার কাল ক্ষেপন করে আসছিল। পাওনা টাকা ফেরৎ চাইলে গতকাল এ বিষয়টি কে কেন্দ্র করে বর্তমান পৌর কাউন্সিলর আবু জাফর গং এর লোকজন গতকাল ২৬ অক্টোবর জুমা নামাজের পর ওমর ফারুক কে গতিরোধ করে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা ১টি নকিয়া মোবাইল এবং কোরবানীর গরুকিনতে যাওয়ার ৫০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র চিনিয়ে নেয় বলে ফারুকের পরিবার দাবি করে। হামলায় ওমর ফারুকে চোখের একটি অংশ মারাত্বকভাবে আঘাত প্রাপ্ত হওয়ায় তাকে মহেশখালী হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালের চক্ষু বিভাগে রেফার্ড করা হয়েছে বলে জানাগেছে। আহত ওমর ফারুক মহেশখালী পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলার রহিমা কবিরের বড় ছেলে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ওমর ফারুকের পরিবার।
মহেশখালী সংবাদাতা ২৭ অক্টোবর
Leave a Reply