মোহাম্মদ সিরাজুল হক সিরাজ….মাননীয় যোগাযোগ মন্ত্রী মহেশখালীতে আগমন উপলক্ষে শত শত মানুষ অপেক্ষা করেছে। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী বালুর চর সংলগ্ন দোকানপাট ও আনাচে কানচে শত শত মানুষ এক নজরে দেখার জন্য অপেক্ষা করেছিল মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরকে। মহেশখালী গোরকঘাটা-জনতাবাজার প্রধান সড়কটি ভাঙ্গিয়া বড় বড় গর্তে পরিনত হওয়াতে চলাচলে বিঘœ সৃষ্টি হওয়াতে যোগাযোগ মন্ত্রীকে স্বচক্ষে দেখার জন্য মানুষ প্রহর গুনছিল। কিন্তু শেষ পর্যন্ত চকরিয়া উপজেলার বদরখালী থেকে মাননীয় যোগযোগ মন্ত্রী ওবাইদুল কাদের ঢাকার উদ্দেশ্যে চলিয়া যায়। শত শত মানুষ ক্ষোভ, দুঃখ ভারাক্রান্ত মন লইয়া ঘরে ফিরে। মহেশখালী বাসীর বড় ইচ্ছা ছিল নিজেদের প্রধান সড়কটি স্থায়ীভাবে সংস্কার করার আবেদন জানবে মাননীয় মন্ত্রীকে। এ দাবী প্রাণের দাবী।
Leave a Reply