মোহাম্মদ সিরাজুল হক সিরাজ,
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে শাকের মোহাম্মদ কাটায় জমিজমা সংক্রান্ত বিরুধের জোর ধরিয়া গতকাল সকাল ৭ ঘটিকায় প্রতিপক্ষের হামলায় স্থানীয় মৃত জাফর আলমের পুত্র মোহাং শাহিন নিহত হয় ও ৮ জন গুরুতর রক্তাক্ত আহত হয়েছে। রক্তাক্ত আহতরা হলেন, মোহাং খালেক, মোহাং কাদের, মানিক, আব্দুল খালেক, ফজর আলী, মহিউদ্দিন, নাজেম উদ্দিন ও বদিউল আলম।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরুধের জের ধরে দীর্ঘদিন ধরিয়া উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য, প্রভাব বিস্তার চলিয়া আসিতেছিল। এরই সূত্র ধরে গতকাল সকাল ৭ ঘটিকায় মোহাম্মদ শাহিনের লোকজন ধান কাটার উদ্দেশ্যে ধান ক্ষেতে যাচ্ছিল। পথিমধ্যে নাজেম উদ্দিন ও ফলাতন গ্রুফ স্বশস্ত্র অবস্থায় অতর্কিত হামলা চালায়, এসময় মোহাম্মদ শাহিনকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ী আঘাত করলে মোহাম্মদ শাহিন ঘটনাস্থলে প্রাণ হারায়। অপর একটি সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরুধটি ৪/৫ বছর পর্যন্ত মহেশখালী থানায় বিচারধীন অবস্থায় রেখে দিয়েছিল মহিলা দালাল হিসাবে চিহ্নিত স্থানীয় দিলরুবা বেগম। সর্বশেষ গতকাল এর সূত্র ধরে মোহাম্মদ শাহিন নিহত হয়েছেন অপর ৮ জন গুরুতর রক্তাক্ত আহত হয়েছে। রক্তাক্ত গুরতর আহত মোহাং কাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মহেশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এস.আই. ওসমান গণি ও অন্যান্য পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাজেম উদ্দিন ও ফলাতন গ্রুফের লোকজন আমাদের জমি-জমাগুলি দীর্ঘদিন অবৈধভাবে জবর দখলে রাখিয়া লুটপাট করিয়া খাইতেছে এবং পরিশেষে আমার ভাই কক্সবাজার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ শাহিনকে জানে হত্যা করে মেরে ফেলেছে। চাচা খালেকও মারা যাওয়ার পথে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। এ ব্যাপারে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর একটি সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও ফলাতন গ্রুফ জাতীয় পার্টির রাজনৈতিক বাহনা দিয়ে দীর্ঘদিন অত্র এলাকায় ত্রাসের রাজত্ব, সন্ত্রাস প্রতিষ্ঠা করেছে। শেষ পর্যন্ত একই এলাকার নিকটতম আতœীয়ের জায়গা জমি লুটপাট করে খেয়েও চিরদিনের জন্য পথের কাটা সাফ করিয়া দিয়াছে কলেজ ছাত্র শাহিনকে হত্যা করিয়া। এদিকে পুলিশের সেকেন্ড অফিসার ওসমান গণি থেকে জানতে চাইলে বলেন, সন্ত্রাসী যতই বড় হোক না কেন আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
মোহাম্মদ সিরাজুল হক সিরাজ, মহেশখালী
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply