নিজস্ব প্রতিনিধি, মহেশখালী=
মহেশখালীতে দুই জন তহশীলদার বদলী ও দুই জন যোগদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসের সভাপতিত্বে গত ২ জুন বিকাল ৫ ঘটিকায় সহকারী কমিশনার ভূমি মহেশখালী কার্যালয়ে বিদায় ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে মহেশখালীর প্রত্যেক ইউনিয়নের তহশীলদার, সার্ভেয়ার, কানুনগো, হেড কেরানী নাজির ও ভূমি অফিসের সকল কর্মচারী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে মাতারবাড়ীর তহশীলদার আনোয়ার আজিম বদলী হয়ে রামু উপজেলায় যোগদান করার জন্য যাবেন অপরদিকে শাপলাপুরের তহশীলদার কাজী নুরুল আলম বদলী হয়ে চকরিয়া উপজেলায় যোগদান করার জন্য যাবেন। আজকেই যোগদান করেছেন মোহাম্মদ শাহেদ মাতারবাড়ী তহশীলদার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। কালারমারছড়ার তহশীলদার জয়নাল শাপলাপুরের তহশীলদার হিসাবে দায়িত্ব পালন করবেন। উক্ত অনুষ্ঠানে বিদায়ীদের এবং যোগদান কারীদের বক্তব্য রাখেন। মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার সভাপতির বক্তব্যে বলেন সরকারি দায়িত্ব নিষ্টার সাথে পালন করতে হবে। কোন ধরনের অন্যায় করা যাবে না। সঠিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন।