মোহাম্মদ সিরাজুল হক সিরাজ, মহেশখালী (কক্সবাজার)/মহেশখালীতে গণসংযোগকালে নিজের জীবনকে সেবিয়ে দিতে প্রস্তুত আছি এদেশের মানুষের জন্য বলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসার ডঃ আনচারুল করিম। গত ২৭ জানুয়ারী সকাল ১০টায় মহেশখালী উপজেলা চত্বর থেকে গাড়ী যোগে বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়ার বিভিন্ন এলাকাতে মানুষের সাথে কথাবার্তা বলেন এবং তাদের ভাল মন্দ খোজ খবর তালাশী করেন। বলেন, বর্তমান সরকার দিন রাত এদেশের খেটে খাওয়া মানুষের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। দেশ এখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। দেখে কোন খাদ্যের ঘাটতি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই থেকে শুরু করে সব কিছু বর্তমান সরকার দিচ্ছে। দেশে বিদেশী রিমিটেন্স উন্নতির দিকে। স্বাস্থ্য সেবা মানুষের হাতের নাগালে। পূর্ণ স্বাধীনতা এদেশের মানুষ ভোগ করছে। এদেশে যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, বাদবাকী বিচার হবেই। প্রকৃত পক্ষে সত্যকার দ্বীন ইসলাম আওয়ামীলীগেরাই পালন করে থাকে। বিভিন্ন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে স্বাধীন দেশে যার যার ধর্ম পালন করে থাকে। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্মে বোমাবাজদের স্থান নাই। ইসলাম ধর্মের অনুসারী কখনো অন্যায় করতে পারে না। কিছু রাজনৈতিক দল ধর্মের নাম ব্যবহার করে বোমাবাজী, মানুষ খুন করে ভিন্ন পথে ক্ষমতা দখল করার প্রতিযোগিতায় নেমেছে। আমি তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করি। কারণ এদেশ সবার। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে পাকিস্তানী হানাদার থেকে এদেশ মুক্ত করে স্বাধীন করেছে। যুদ্ধাপরাধীর দল শেষ পর্যন্ত জাতীর জনক ও তার স্ব-পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। এই যুদ্ধাপরাধী তাদের দোসরদের দ্বারা ৩০ মা-বোন, ভাইদেরকে হত্যা করেছে। তাদের বিচার হচ্ছে, তাই রাজনৈতিক দল নামে দুর্নীতিবাজরা এখন কোন কিছু করতে না পেরে দেশকে উৎশৃংখল অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। তাই আগামীতে আবারো বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতার করার জন্য উধার্ত আহ্বান জানাচ্ছি। এই কথাগুলো বলেন প্রফেসার ডঃ আনচারুল করিম। তার সাথে ছিলেন অসংখ্যা আওয়ামীলীগ নেতা কর্মী ও হাজার হাজার লোকজন এক নজরে তাকে দেখার জন্য ভীড় জমায়।
মোহাম্মদ সিরাজুল হক সিরাজ
০১৭২৭৬২৮২৯৫