মোঃ সিরাজুল হক সিরাজ… মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস/২০১২ অনষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকার সময় উপজেলার প্রঙ্গন থেকে প্রবীণদের নিয়ে এক বিশাল র্যালী মহেশখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন। র্যালী শেষে টিডিসি হলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মৎস্য সহকারী রবি চন্দ্র চাকমা, আঞ্চলিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুব কামাল (মাতারবাড়ী), হাজী মৌঃ ওসমান গণি (শাপলাপুর), মাহমুদ উল্লাহ আঞ্চলিক ফেডারেশনের সভাপতি (গোরকঘাটা), আলী আহমদ (পুটিবিলা)। সভায় সঞ্চালনা করেন- মাহমুদ উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমাদের প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের ইমানী দায়িত্ব। আমাদের ছোট্ট থেকে প্রবীণরা লালন পালন করে আমরা এতদূর পৃথিবীতে আমার দ্বারা যা সম্ভব মানুষের সেবা করিতেছি। প্রতিটি প্রবীণদের আপদে বিপদে তাদেরকে সাহায্য সহযোগীতা করার জন্য সকলের প্রতি আমি অনুরোধ করি। সভাপতির বক্তব্যে বলেন- প্রবীণরাই এই ভূবনে আমাদের পথ দেখায়াছে। আজ তাদের লালন পালনের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষের খেতমত করতে আল্লাহ তায়ালা আমাকে আপনাদের সেবা করার জন্য দায়িত্ব পেয়েছি। বর্তমানে ও অদূর ভবিষ্যতে প্রবীণদের সাহায্য সহযোগীতা সহমর্মিতা আমার দ্বারা যতদূর সম্ভব আমি করিয়া যাইব। সভাপতির বক্তব্যের পরে সভার সমাপ্তি ঘটে। এরপরে প্রবীণদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। আনন্দ কোলাহলপূর্ণ পরিবেশে মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীণ
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply