এম বশর চৌধুরী উখিয়া,
উখিয়ার মরিচ্যা বাজারে বেলাল উদ্দিন (১৫) নামে এক স্কুল ছাত্র কে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। সে পশ্চিম মরিচ্যা গোরাইয়ার দ্বীপ গ্রামের দানু মিয়ার ছেলে ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। গতকাল ২ জানুয়ারী (বুধবার) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, স্কুল ছাত্র বেলাল উদ্দিন মরিচ্যা বাজারে বাজার করতে যাওয়ার পথে শুভধন বড়–য়ার মুদি দোকানের সামনে পৌছলে পূর্ব মরিচ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে বেলাল (২২) ও কালা মিয়ার ছেলে নুরুল ইসলাম প্রকাশ ডাইলা (৩৭) সহ একদল সন্ত্রাসী স্কুল ছাত্রকে মারধর করে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২শত টাকা ছিনিয়ে নেয়। স্কুল ছাত্র বেলাল উদ্দিনের পিতা দানু মিয়া অভিযোগ করে জানান, এ ঘটনায় ছিনতাইকারী বেলালের পিতা সাহাব উদ্দিনকে বিচার দায়ের করলে সে হুমকি দেওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু না জানান, তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উখিয়া, কক্সবাজার
মোবাইল- ০১৮২৬-১৪১৪০৪।
ই-মেইল- রষড়াবঁশযরুধ@মসধরষ.পড়স