মোজাম্মেল হক বাহার,শামলাপুর,টেকনাফ॥
উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামে গত ১৫ ও ১৮ জানুয়ারী এই ৪দিনের ব্যবধানে পূর্ব শত্র“তার জের ধরে দুটি বসতবাড়ী আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় একটি সন্ত্রাসী মহল। বাড়ী দুটি ছিল স্থানীয় মনখালী পূর্বপাড়া গ্রামের নুরুল আলমের পুত্র খাইরুল বশর ও তার ফুফাত ভাই রফিক উল্লাহর। এতে আহত হয় বাড়ীতে থাকা রফিক উল্লাহর স্ত্রী শাহেদা বেগম এবং পুড়ে যায় স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ফার্নিচার ও নগদ টাকা সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র। প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষনুযায়ী বাড়ী দুটি পুড়িয়েছে স্থানীয় বাঁচা মিয়ার পুত্র আবুল কালাম,জাব্বার ও তাদের ভাবী ফরিদা বেগম। কারণ; তারা খাইরুল বশরের বাড়ীটি পুড়িয়েছিল দিন দুপুরে এবং রফিক উল্লাহর বাড়ীটি পুড়িয়েছে রাত ১১ঘটিকার সময়। এসময়ও এলাকাবাসী উপরোক্ত সন্ত্রাসী মহলকে পালিয়ে যাওয়া অবস্থায় দেখতে পায় বলে জানায়। গত ২৬ নভেম্বর খাইরুল বশরের কিছু জমি উক্ত সন্ত্রাসী মহল জবর দখল করে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করেছিল। খাইরুল বশর এতে বাধা গিয়ে উক্ত সন্ত্রাসীদের ধারালো দা এর আঘাতে গুরতর আহতও হয়েছিল। এতে খাইরুল বশরের ফুফাত ভাই রফিক উল্লাহ খাইরুল বশরের পক্ষ হয়ে কথা বলেছিল। সেই পূর্ব শত্র“তার জের ধরে উক্ত সন্ত্রাসী মহল এই অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। ইনানী ফাঁড়ীর ইনচার্জ এম, সাইদ উক্ত ঘটনা পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করেন। এখন সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে খাইরুল বশর ও রফিক উল্লাহর পরিবার।