ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার,
চোরাকারবারীর হামলায় টেকনাফে বিজিবির ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন টেকনাফ বিওপির হাবিলদার লুৎফুর রহমান ও সিপাহী হাবিবুর রহমান। বিজিবি ও প্রত্যদর্শী একাধিক সূত্র জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৬ টার টেকনাফ নাফনদীর জল্ল্যার দিয়ায় (জলিলের দ্বীপ) এলাকায় টেকনাফ সদর বিওপি বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে আসা মদের বস্তা ভর্তি দু’টি নৌকা প্রবেশ করার সংবাদে পেয়ে সেখানে অভিযানে নামে। ওই সময় দ্বীপের জঙ্গলে লুকিয়ে থাকা কয়েকজন চোরাকারবারী হঠাৎ করে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য লুৎফুর রহমান ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে এ খবর পেয়ে বিজিবির উদ্বারকারী ¯পীডবোট দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের একটি নৌকাসহ আহত দু’ বিজিবি সদস্যকে উদ্বার করে। ৪২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান জানিয়েছেন, ১৬ জন চোরাকারবারী মদভর্তি দু’টি ট্রলার নিয়ে সকালে সেখানে আসে। বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করতে গেলে হামলার শিকার হন।
মানবজবিন থেকে অন্যর নিউজ চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াতো বালোনা চোরাকারবারীর হামলায় টেকনাফে বিজিবির ২ সদস্য আহত
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: চোরাকারবারীর হামলায় টেকনাফে বিজিবির ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন টেকনাফ বিওপির হাবিলদার লুৎফুর রহমান ও সিপাহী হাবিবুর রহমান। বিজিবি ও প্রত্যদর্শী একাধিক সূত্র জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৬ টার টেকনাফ নাফনদীর জল্ল্যার দিয়ায় (জলিলের দ্বীপ) এলাকায় টেকনাফ সদর বিওপি বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে আসা মদের বস্তা ভর্তি দু’টি নৌকা প্রবেশ করার সংবাদে পেয়ে সেখানে অভিযানে নামে। ওই সময় দ্বীপের জঙ্গলে লুকিয়ে থাকা কয়েকজন চোরাকারবারী হঠাৎ করে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য লুৎফুর রহমান ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে এ খবর পেয়ে বিজিবির উদ্বারকারী স্পীডবোট দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের একটি নৌকাসহ আহত দু’ বিজিবি সদস্যকে উদ্বার করে। ৪২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান জানিয়েছেন, ১৬ জন চোরাকারবারী মদভর্তি দু’টি ট্রলার নিয়ে সকালে সেখানে আসে। বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করতে গেলে হামলার শিকার হন।