সৌদি আরব থেকে: মদিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত ৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মদিনার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল খালিদ আল জোহানী সৌদি আরব সংবাদ মাধ্যমকে জানান, “নিহত দুই জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান কর্নেল খালিদ আল জোহানী।
নিহত বাংলাদেশিদের পরিচয় জানতে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে কনস্যুলেটের শ্রম কর্মকর্তা বাংলানিউজকে বলেন, এখানে কোনো বাংলাদেশি শ্রমিক মারা গেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়। কিন্তু এদের খবর এখনো আমাদের কাছে আসেনি।
স্থানীয় থানায় যোগাযোগ করে বিষয়টি জানাবেন বলে জানান ওই কর্মকর্তা।