বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে আটক পুলিশ কনস্টেবল দেবপ্রসাদ সাহার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ গত ১৫ সেপ্টেম্বর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
দেবপ্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলা শহরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। এর আগে ২০১৯ সালের ১৯ ও ২৩ ডিসেম্বর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
আদালত সূত্র জানায়, বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্ব পালনকালে দেবপ্রসাদ সাহার সঙ্গে সেনাবাহিনীর অফিস সহকারী এক সৈনিকের সুসম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুজনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।
২০১৮ সালের শেষের দিকে দেবপ্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি পেনড্রাই
Leave a Reply