* শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল এর মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।
ভর্তির আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা ঃ
বিভাগ ন্যূনতম জিপিএ আসন সংখ্যা মোট
মেধা কোটা (৯০%) জেলা সদরের বাইরের কোটা (৩%) মুক্তিযোদ্ধা কোটা (৫%) শিক্ষা কোটা (২%)
বিজ্ঞান ৩.৫০ ১৮০ ৬ ১০ ৪ ২০০
ব্যবসায় শিক্ষা ৩.০০ ২৭০ ৯ ১৫ ৬ ৩০০
মানবিক ২.৫০ ১৮০ ৬ ১০ ৪ ২০০
* কলেজ ঊওওঘ : ১০৬৩১৭
* ঝগঝ এর মাধ্যেমে আবেদন গ্রহণের শেষ তারিখ ঃ ০৬ জুন ২০১৩ (রাত ১১.৫৯ মি. পর্যন্ত)
* ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ ঃ ১৬ জুন ২০১৩ খ্রিঃ
* ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ১৭ জুন ২০১৩ খ্রিঃ কলেজ নোটিশ বোর্ড ও কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইট ( িি.িপমপ.বফঁ.নফ ) অথবা কলেজ নোটিশ বোর্ড হতে জানা যাবে।
স্বাক্ষরিত/-
অধ্যক্ষ
কক্সবাজার সরকারি কলেজ
কক্সবাজার