ফারুক আহমদ, উখিয়া:
উখিয়ার পশ্চিম রতœা শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারে মহান বৌদ্ধ পূর্ণিমা স্মরণে সংঘদান ও পিএসসি,জেএসসি ও এসএসসি’তে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সমবেত নর-নারী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশ্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, বৌদ্ধ ধর্ম শান্তি ও সম্প্রীতির ধর্ম। বর্তমান মহাজোট সরকার বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ সহ তাদের মান-মর্যাদা রক্ষার্থে যেকোন আইনী পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। গত ২৯ সেপ্টেম্বর উখিয়াতে বৌদ্ধ বিহারে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে এসময় আমি না থাকলে আরো অনেক ক্ষতি সাধন হওয়ার আশংকা ছিল। ঐদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যে সমস্ত বৌদ্ধ বিহার ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদেরকে সরকার যথাযথ মূল্যায়ন করে নতুন করে বিহার ও ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছে। আগামীতে যেকোন ধরনের সহিংস ঘটনার মোকাবেলা করে সন্ত্রাসীদের শক্ত দমন করার আশ্বাস্থ করেন। সংসদ সদস্য আরো বলেন, মহাজোট সরকারের বিগত দিনে যে উন্নয়ন হয়েছে এবং বর্তমানে উন্নয়ন অব্যাহত রয়েছে বিএনপি আরো ৪বার ক্ষমতায় গেলে তত উন্নয়ন করতে পারবেনা। তাই আপনাদের পাশে থেকে আবারো যাতে দেশ ও জনগণের সেবা করতে পারি সে জন্য আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে সংসদে যাওয়ার পথ উম্মুক্ত করে দেওয়ার আহবান জানান। প্রধান অতিথি’র সুদর্শন বৌদ্ধ বিহারের দ্বিতল ভবন সম্প্রসারণ ও আনুসাঙ্গিক সমস্যাদি সম্পন্ন করে দেওয়ার আশ্বাস্থ করলে সভা প্রাঙ্গন করতালিতে মুখরিত হয়ে উঠে। গতকাল শুক্রবার দুপুর ১২ টায় সুদর্শন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত সংঘদান ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উখিয়া ভিক্ষু সমিতির মহাসচিব এস ধর্মপালং মহাথের। অনুষ্ঠানের উদ্ভোধন করেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি বাবু অজিত রঞ্জন বড়–য়া, প্রধান ধর্মালোচক হিসাবে বক্তব্য রাখেন, শৈলঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশনায়ন থের, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব প্রাণেশ কান্তি বড়–য়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবু সুনীল বড়–য়া, আশুতোষ বড়–য়া, অচিন্ত বড়–য়া, প্রশান্ত বড়–য়া, জয়সেন বড়–য়া, তোষার বড়–য়া, বিনয় বড়–য়া, অম্রিত কুমার বড়–য়া, মিলন বড়–য়া, সুশান্ত বড়–য়া আব্বু, কিরণ বড়–য়া, মিলন কুমার বড়–য়া ও সুদত্ত বড়–য়া চামু। সংঘদান উৎযাপন পরিষদের সভাপতি সুনীল বড়–য়া, প্রধান সমন্বয়কারী কিরণ বড়–য়া, সাধারণ সম্পাদক অম্রিত বড়–য়ার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানে সংবর্ধিত ভিক্ষু হচ্ছে- সাবেক সভাপতি বাংলাদেশ বৌদ্ধ সমিতির ও পাতাবাড়ী আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত রেবত প্রিয় মহাস্থবির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ট্রাষ্টি বাবু সুপ্ত ভূষন বড়–য়া ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত বাবু নীলু কান্তি বড়–য়া। সভা শেষে প্রধান অতিথি পিএসসি,জেএসসি ও এসএসসি উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রেষ্ট পুরস্কার বিতরণ করেন।