সংবাদ প্রেরক…mশহরের দক্ষিণ পাহাড়তলির বৃহত্তর ইসলামপুরের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জরুরি মতবিনিময় সভা ৩১ আগষ্ট এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি ও সমাজসেবক নুরুল আমিন কোম্পানি।
সভায় বক্তারা বলেন, শহরের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর একটি বৃহত্তম এলাকা হলেও জনসাধারণের অসচেতনতার কারণে বার বার পরাধীনতা ভোগ করতে হচ্ছে। ইসলামপুর এলাকায় পৃথক পৃথক ৪টি সমাজ পরিচালনা কমিটি রয়েছে। বক্তারা এই ৪টি সমাজ পরিচালনা কমিটি একত্রিত হয়ে একটি বৃহত্তর সমাজ পরিচালনা কমিটি গঠন, সর্বস্তরের জনসাধারণ মিলে মসজিদ-মাদ্রাসা রক্ষার জন্য জোর প্রদান করেন এবং একই সাথে ইসলামপুরের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে রক্ষার উপর গুরুত্ব দেয়া হয়। সভায় বক্তারা আরো বলেন, পবিত্র কোরআনের শরীফের ভাষায় যারা ভিক্ষা দিতে চাই, আল্লাহ তাদের ভিক্ষা দিতে দেন। আর যারা ভিক্ষা নিতে চান, আল্লাহ তাদের ভিক্ষা দিয়ে জীবন পরিচালনা করেন। সভায় কোন বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে মসজিদ-মাদ্রাসা পরিচালনা না করে নিজেরাই মসজিদ-মাদ্রাসা পরিচালনার উপর গুরুত্ব প্রদান করা হয়। জরুরি সভায় ৪ সমাজের সর্বস্তরের জনসাধারণ সোচ্চার কন্ঠে শপথ করে বলেন, শরীরের এক বিন্দু রক্ত থাকতেও মসজিদের এক ইঞ্চি জায়গা কাউকে ভোগ করতে দেয়া হবে না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ৪ সমাজের সর্দার যথাক্রমে- মো. ইয়াকুব, আবুল কালাম মুন্সি, ছালাম সওদাগর ও আসহাব উদ্দিন, প্রবীণ মুরুব্বি আজিজুল হক, হাবিব উল্লাহ, হামিদ হোসেন হামু, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নজির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, যুবনেতা মো. সুলতান, মো. ছৈয়দ, দিল মোহাম্মদ, মাহবুব হাসান বুলবুল, রেজাউল করিম ও ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদের অন্যতম নেতা ব্যবসায়ি মো. হাশেম উল্লাহ।
সংবাদ প্রেরক
এমরান ফারুক অনিক
সাবেক সহ-সভাপতি
ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদ
পাহাড়তলী, কক্সবাজার।
ও দৈনিক বাঁকখালী, কক্সবাজার।
Leave a Reply