(টেকনাফ নিউজ ডটকম) এবারো দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফা আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় দফা ১৮ থেকে ২০ জানুয়ারি হবে।
মঙ্গলবার বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য দিয়েছে।
টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক পাঁচ দিনব্যাপী ইজতেমা মঙ্গলবার জোহরের নামাজের পূর্বে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
দেশের বিভিন্ন এলাকার লক্ষাধিক ও বিদেশি সহস্রাধিক মেহমানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।
বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
পাঁচ দিনের এই জোড় ইজতেমায় আগামী এক বছর ঈমানী পথে মেহনতের পথ নির্দেশিকা ও ২০১৩ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ২ পর্বের ইজতেমা আয়োজনের পরামর্শসহ ঈমান ও আকিদা সম্পর্কে আলোচনা করা হয়।
১৯৬৭ সাল থেকে ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
Leave a Reply