সংবাদ বিজ্ঞপ্তি ….৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ দিবসকে সামনে রেখে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ ১৬ দফা দাবীতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে কক্সবাজার আদিবাসী ছাত্র পরিষদ। গতকাল ৮ আগস্ট সকাল ১১ টায় আদিবাসী ছাত্ররা স্থানীয় ও জাতীয় বিভিন্ন দাবিতে এ স্বারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সদস্য মংথেনহ্লা রাখাইন, আদিবাসী ছাত্র পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক অংথোয়াই মার্মা, সংগঠনের সদস্য মংসেলোং, ছেনওয়ান, আরজু, ছেন থোয়াইন, সঞ্জিত তংচঙ্গা, শান্ত চাকমা, মংকিওয়ান, আছেনওয়ান প্রমুখ।
স্বারকলিপিতে দাবী জানানো হয়- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার প্রচলন, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অ-আদিবাসীদের নিয়োগ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৫ ভাগ কোটা সংরক্ষণ ,বিভাগীয় ও জেলা শহরে আদিবাসী ছাত্রাবাস নির্মাণ, ১৯৫০ সালের প্রজাসত্ব আইন বাস্তবায়ন, পার্বত্য এলাকা ও সমতলে বসবাসরত আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী বিষয়ক জাতীয় কমিশন গঠন, শহরের প্যাগোডাগুলো সংরক্ষণ করা, জেলায় অবৈধভাবে দখলে রাখা ধর্মীয় সম্পত্তি ও ১নং খাস খতিয়ানগুলো পুন:রেকর্ডভুক্ত করা এবং জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্ধ রাখা।
বার্তা প্রেরক
অংথোয়াই মার্মা
সাধারণ সম্পাদক
আদিবাসী ছাত্র পরিষদ কক্সবাজার
মুঠোফোন-০১৮১৬৩৫৮৭৩৬
Leave a Reply