বাংলাটাইমস রিপোর্ট: ‘‘মহাজোটের ভেতর বিদ্রোহ কমাতেই শরিকদের নিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণ করছে সরকার”- এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সান্ত্বনা দিতে বিদ্রোহীদের পদ দেয়া হয়েছে। “এ সরকারের সময় শেষ। তাদের পতন আসন্ন। এখন আর এন্টিবায়েটিক ও কোরামিন দিয়ে শেষ রক্ষা হবে না। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’’
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘‘সরকার যদি মনে করে মহাজোটের শরিকদের মন্ত্রী বানিয়ে তাদের হারানো জনসমর্থন পাবে, তবে তারা ভুল করবে। কারণ জনগণ ইতোমধ্যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’’মির্জা ফখরুল বলেন, ‘জনগণের মধ্যে মহাজোটের শরিকদের কতটুকু ভিত্তি আছে, তা আমরা জানি। মহাজোট থেকে যদি এখন কেউ চলে আসে, তাতে আমরা বিস্মিত হব না।’
আগাম নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগাম নির্বাচনের অপচেষ্টা সরকার করতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।’
পদ্মা সেতুর বিষয়ে গতকাল বুধবার সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা এখন মানুষ বিশ্বাস করে না। তাঁরা আসলে কোনোটাই করতে পারবেন না। পারলে বিশ্বব্যাংকের টাকাই ফেরত আনতেন।’
ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে বর্বরোচিত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘‘এ দুটি প্রতিষ্ঠানের ভিসি ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাই আমরা অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি। ’’
Leave a Reply