মোজাম্মেল হক বাহার…অনিয়ম লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাধারণ জনগণের অবস্থা এখন পৌঁচেছে চরমে। কিন্তু; এ লোডশেডিং প্লাস পয়েন্ট হয়েছে দেশের চেরাগ বানিয়া ও চেরাগ ব্যবসায়ীদের জন্য। এ সুবিধা থেকে বঞ্চিত হয়নি মোমবাতি ও হারিকেন ব্যবসায়ীরাও। এ লোডশেডিং নিয়ে এলাকার ছোট ছোট বাচ্চারা একটি স্লোগানও তোলে “বর্তমান সরকারের উন্নতি, সন্ধার পরে মোমবাতি।” সরকার বিদ্যুৎ খাতে ইউনিট অনুযায়ী মূল্য বৃদ্ধি করলেও তার সুফল পাচ্ছেনা সাধারণ জনগণ। এ অনিয়ম লোডশেডিং এর কারণে যে ভাবে ব্যবসায়ী ও সাধারণ জনগণের অবস্থা চরমে পৌঁচেছে; তেমনি ভাবে লেখাপড়ায় ব্যঘাত ঘটছে ছাত্র ছাত্রীদের। ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মেইন সময় সন্ধা বেলা, এই সময় যদি বিদ্যুতের লুকোচুরি শুরু হয় তা হলে কেমন লাগে? অবশ্যই সব ছাত্র ছাত্রীদের খারাপ লাগার কথা। সরকারের উচ্চ পদস্থ মন্ত্রী, এম,পিদের বিদ্যুতের ভি,আই,পি লাইন থাকায় তারা অনুভব করতে পারছেনা বিদ্যুতের এই আসা যাওয়া লুকোচুরি খেলার যন্ত্রনা। এই যন্ত্রনায় যে সাধারণ জনগণ কাতরাচ্ছে, তার খবর নেই তাদের। সরকার বলেছেন, ২০১৩ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা লিমিট অতিক্রম করবে, তথা চাহিদার চেয়ে বেশি উৎপাদন করা হবে। বর্তমান বিদ্যুতের যে অবস্থা; তা দেখে মনে হচ্ছে বর্তমানে সাধারণ জনগণ যা পাচ্ছে হয়তো তা ও ভাগ্যে মিলবেনা। আবারো এসে যাবে সেই চেরাগ হারিকেনের যুগ।
Leave a Reply