হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফের বাহারছরায় দরিদ্র কৃষক পিতাকে পারিবারিক কাজে সহায়তা করতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক এসএসসি পরীক্ষার্থী। ১ মার্চ রাত ৯টার দিকে যাবতীয় কার্য্যক্রম এবং প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ২ মার্চ সকালে দাফন করা হবে পারিবারিক সুত্রে জানা গেছে। পারিবারিক কোন আপত্তি না থাকায় পুলিশী অনুমতি নিয়ে দাফন করা হবে।
বাহারছরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাওঃ আজিজ উদ্দিন জানান, ১ মার্চ দুপুরে ৫নং বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার কৃষক মোহাম্মদ হাসান এবং সাবেকুন নাহার দম্পতির প্রথম পুত্র ও মারিশবনিয়া হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রাসেল (১৭) বাবার পান বরজে মোটরের সাহায্যে পানি দেওয়ার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহাম্মদ রাসেল ৩ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড়। আকস্মিক পরীক্ষার্থীর মৃত্যুতে মা—বাবা, ভাই—বোন, আত্নীয়—স্বজন, স্কুলের শিক্ষক, সাধারণ ছাত্র—ছাত্রীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ##
Leave a Reply