এম বশর চৌধূরী উখিয়া…ঐতিহ্যবাহী বালুখালী বাজারের বিপুল পরিমান সরকারী খাস জমি ভুমি দস্যুদের দখলে চলে যাচ্ছে। স্থানীয় কতিপয় প্রভাবশালী মহল বাজারের জমি জবর দখল করে স্থায়ী ভাবে দালান নির্মান করায় কয়েক লক্ষ টাকা মূল্যের সরকারী খাস জমি বেহাত হওয়ার আশংকা রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনকে অবগত করার পরও আইনগত ব্যবস্থা গ্রহন করেনি। যার কারনে আইন এবং আইনের শাষনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। দাবী উঠেছে, অচিরেই বাজারের জমি অবৈধ দখল মুক্ত করে ভুমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার।
জানা যায়, বালুখালী বাজারটি উখিয়ার ঐতিহ্যবাহী বাজার। কালক্রমে এ বাজারটির অস্থিত বিলিন হয়ে গেছে। বিপুল পরিমান সরকারী খাস জমি বে-দখলে চলে গেছে। আশির দশকের দিকে উপজেলার প্রসিদ্ধ বাজার হিসাবে বালুখালী বাজারের সুনাম সু-খ্যতি ছিল সারা দেশে। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে বালুখালী গ্রামের আব্দুল বারী সওদাগরের ছেলে মোঃ এনাম বালুখালী বাজারের সরকারী খাস জমি জবর দখল করে স্থায়ী দালান ঘর নির্মান করে যাচ্ছে। অভিযোগ উঠেছে, এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির ইন্দনে বাজারের জমি জবর দখল করে দালান ঘর নির্মান করছে।
এম বশর চৌধুরী,
উখিয়া (কক্সবাজার)
কার্ড নং- ঞ-১৭৬
মোবাইল- ০১৮২৬-১৪১৪০৪।
ই-মেইল- রষড়াবঁশযরুধ@মসধরষ.পড়স
Leave a Reply