১২ ডিসেম্বর, ২০১২। সাধারণ চোখে ব্যতিক্রমী বিশেষত্ব মেলে না। তবে সংখ্যাগুলো অঙ্কে লেখার পরই ভাবনার গতিবিধি পাল্টে যাবে ১২.১২.১২। ক্যালেন্ডারের পাতায় এমন দিন এসেছিল সর্বশেষ এক শ বছর আগে। দিনটি আবার ফিরে আসবে এক শ বছর পর, ২১১২ সালে। সেই বিশেষ দিনটি আজ।
যাঁরা সংখ্যাপ্রিয়, দিবসের শুরুতে আজ তাঁরা পাবেন একসঙ্গে ছয়টি ১২-এর সন্ধান। ঠিক রাত ১২টা ১২ মিনিট ১২ সেকেন্ডে আসবে এমন একটি ঐতিহাসিক মুহূর্ত।
তবে আজকের দিনটি নিয়ে অনেকটা নিশ্চিতভাবে বলা যায়, বর্তমানে পৃথিবীতে বাস করা ৯৯.৫ শতাংশ মানুষের জীবনে এমন একটা তারিখ আর আসবে না। আজ যে শিশুটি জন্ম নেবে, শতায়ু হলে সে থাকবে অবশষ্টি ০.৫ শতাংশ মানুষের দলে, যাঁরা দেখতে পাবেন দ্বাবিংশ শতাব্দীর এমন একটি দিন।
আজ যে শিশু জন্ম নেবে, সে হবে অতিশয় ভাগ্যবান। প্রতিবার জন্ম তারিখ বলার সময়ে অসাধারণ গর্ব হবে তার। কিন্তু শুধু যাতে তারিখ বলেই তার গর্ব শেষ হয়ে না যায়, অগ্রজ হিসেবে অভিভাবক হিসেবে সেই পরিবেশ সৃষ্টির দায় আমাদের। আসুন হানাহানি ভুলে দেশের জন্য, মানুষের জন্য, জীবনের জন্য এমন পরিবেশ তৈরি করি যাতে এমন দিনের মতো আমাদের অনাগত উত্সবগুলো আর বিফলে না যায়।