বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম লিওনেল মেসি বাবা হয়েছেন। গত শুক্রবার রাতে আর্জেন্টাইন অধিনায়ককে পুত্র থিয়াগো মেসির জন্মের এ সুখের সংবাদটি দেন তার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজ্জো।
সঙ্গত কারণেই খুশি মেসি বলেন, ‘আজ আমি পৃথিবীতে সবচাইতে সুখি মানুষ। আমার পুত্র জন্ম নিয়েছে। ঈশ্বরকে এই উপহারের জন্য ধন্যবাদ। আমার পরিবারকেও এ ব্যাপারে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার জন্যও রইল ভালবাসা।’
বার্সেলোনা তারকা মেসি পিতা হওয়ার খবরটি নিজেই ফেসবুকে বিশ্বকে জানান।
স্পেনেই জন্ম নিয়েছে মেসি তনয় থিয়াগো। পুত্র সন্তানের মুখ দেখার জন্য শুক্রবার অনুশীলন না করে বার্সেলোনার হাসপাতালে ছুটে গিয়েছিলেন ২৫ বছর বয়সী মেসি। বান্ধবী রোকুজ্জোও ওইদিনই হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণ পরই সন্তানের জন্ম দেন তিনি। পুরো প্রক্রিয়ার সময় মেসি হাসপাতালেই ছিলেন। দু’জনে আগেই বাচ্চাটির নাম রেখেছিলেন থিয়াগো।
ছেলের বাবা হওয়ায় মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। গত বছর মেয়ের বাবা হয়েছেন স্পেনের এই মিডফিল্ডার। মেসি ও রোকুজ্জোকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ইনিয়েস্তা লিখেছেন, ‘অভিনন্দন, মেসি ও রোকুজ্জো।’
এদিকে বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা জানিয়েছেন পিতা হওয়ার পর মেসি ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিরুদ্ধে লা লিগার খেলায় অংশ নেবেন বলে আশা করছেন তিনি। গত রাতে খেলাটি অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা।
সব মিলিয়ে মেসির সময় ভালই যাচ্ছে। কেননা গত সোমবার তিনি গোল্ডেন বুট পান। ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কারণেই এ পুরস্কার পান তিনি। গেল মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় ৫০ গোল করেছিলেন মেসি। এরপর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের জন্য যে ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয় তাতেও সঙ্গত কারণেই ঠাই পান তিনি।
Leave a Reply