অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে দিলো গোল ডটকম। তারাই সারা বিশ্বকে জানিয়ে দিলো ফুটবল বিশ্বের বর্তমান জাদুকর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সত্যিই বাবা হতে চলেছেন। গোল ডটকমে প্রকাশিত খবরে মুখ খুলেছেন তিনি। মেসি অবশেষে স্বীকার করে নিয়েছেন তাকে এবং তার বান্ধবী আন্তনেলা রোকুজ্জোকে নিয়ে মিডিয়ার গুঞ্জনটা সত্যি। কেবল বাবা হওয়ার খবর নয়, সন্তান ছেলে নাকি মেয়ে হবে, সেটাও নাকি প্রকাশ করেছেন ২৪ বছর বয়সী মেসি। ওলে সাময়িকীকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘আমার মনে হয়, বাচ্চাটা ছেলে হবে। এ নিয়ে আমরা কথা বলতে চাইনি। কারণ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলিনি আমরা। কিন্তু বারবার আমাদের এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। আর এ কারণেই নিজেদের আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, গত এপ্রিলের মাঝামাঝিতে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম মেসির দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জো অন্তঃসত্ত্বা বলে খবর ছড়িয়ে পড়ে। খবরটি ছড়ায় মেসি-রোকুজ্জোর নিজ শহর রোজারিও থেকেই। একটি রেডিও স্টেশন থেকে প্রথম খবরটা শোনা যায়। বিভিন্ন গণমাধ্যম পরে খবরটি নিশ্চিত করে। তবে এ নিয়ে মেসি বা রোকুজ্জো কেউ তখন মুখ খোলেননি। তবে দুজনের পরিবারের কাছে ইঙ্গিত পেয়েই নাকি নিশ্চিত হয় সংবাদমাধ্যম।
Leave a Reply