খালেদ হোসেন টাপু, রামু
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের বাংলাবাজার মুক্তারকুল এলাকায় ঈগল ও মেরিনা চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৬ জন আহত হয়েছে। এঘটনায় ১ ঘন্টা পর্যন্ত যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উত্তেজিত পরিবহন শ্রমিকরা।
প্রত্যদর্শীরা জানায় গতকাল ৭ মে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে চট্রগ্রামমুখী ঈগল চেয়ারকোচ নং ঢাকা মেট্রো ব-১৪-৩৬১৬ ও কক্সবাজারমুখী মেরিনা চেয়ারকোচ নং চট্রমেট্রো ব-১১-০২০৮ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁেধ। এসময় ড্রাইভারসহ ৬ যাত্রী আহত হয়। আহতদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে ঘিরে উত্তেজিত পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে।