হাফেজ মুহাম্মদ কাশেম…বাংলাদেশ মানবাধিকার কমিশণ টেকনাফ আঞ্চলিক শাখার নির্বাহী কমিটির গঠন করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশণ ঢাকা কেন্দ্রীয় দ্প্তরের স্নারক নং- মানবাধিকার (জাসদ) /প্রশাঃ/২০১৩/১৮৩৬৬ তারিখঃ ১০/০২/২০১৩ ইং মূলে নির্দেশনা অনুসারে গত ২৪ ফেব্র“য়ারী ২১ সদস্য বিশিষ্ট টেকনাফ আঞ্চলিক শাখার নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে কর্মকর্তাগণ হলেনঃ মিসেস মনোয়ারা বেগম মুন্নী সভাপতি, মমতাজুল ইসলাম, খদিজা বেগম মেম্বার(সাবরাং) ও খুরশিদা বেগম মেম্বার(বাহারছড়া) সহ-সভাপতি, রানু আক্তার মেম্বার(টেকনাফ সদর) সাধারণ সম্পাদক, আব্দুর রহমান বাহার ও মাহফুজুল হক যুগ্ন সম্পাদক,কামাল হোসেন কোষাধ্যক্ষ, জিয়াবুল হক প্রচার সম্পাদক, জুহুরা বেগম মেম্বার(বাহারছড়া),সাইফুল আলম রাসেল দপ্তর সম্পাদক, টেকনাফ পৌর কাউন্সিলর আলহাজ্ব আবু হারেছ, এবিএম আবুল হোসেন, রাজু, ফেরদৌস বেগম মেম্বার(বাহারছড়া), সমজিদা বেগম মেম্বার(সাবরাং), মমতাজ বেগম, নজরুল ইসলাম, সুব্রত ক্যালাচিং চাকমা, আনোয়ারা ছিদ্দিকা মেম্বার(হ্নীলা), মোঃ আয়াছ ও মোঃ ইউনুছ নির্বাহী সদস্য। উলে¬খ্য, বাংলাদেশ মানবাধিকার কমিশণ দেশে আইনের শাসন তথা মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে নিবেদিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক বৃহত্তর জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠাণ। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মানবাধিকা কমিশণ কতৃক নিবন্ধিত এই প্রতিষ্ঠান সারা দেশে প্রায় ৬ শত শাখার মাধ্যমে নির্যাতিত নিপীড়িত মানুষ যারা আইনের সাহায্য পাচ্ছেনা তাদেরকে বিনামূল্যে আইনগত সাহায্য প্রদান করে আসছে। উলে¬খ্য মিসেস মনোয়ারা বেগম মুন্নী বাংলাদেশ মানবধিকার কমিশণ কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্যা।######