বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজ সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে গ্যালারির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আগামী ৮ নভেম্বর থেকে সোস্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের মাধ্যমে সারাদেশে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচের টিকিট ছাড়বে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকিট এন্ড সিটিং কমিটি থেকে জানা গেছে। ইষ্টার্ন গ্যালারি ও নর্থ সাউড গ্যালারি, শহীদ জুয়েল মোস্তাক, ইন্টারন্যাশনাল গ্যালারি এবং ভিআইপি গ্যালারি ছাড়াও রয়েছে ৩৬টি হসপিটালিটি বক্স। সাধারণ দর্শকরা ১০টি বক্স কিনতে পারবেন যার প্রতিটি সিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে ৫০০০ টাকা এবং টেস্টের ক্ষেত্রে ৩০০০ টাকা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এক টেস্ট ও দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানকার টিকিটের দামও থাকবে একই মূল্যে। খুলনার দর্শকরা টেস্ট ও ওয়ানডে ম্যাচের টিকিট কিনতে পারবেন ১৬ নভেম্বর থেকে।
টি কি টে র মূ ল্য
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
ওয়ানডে ও টি-টোয়েন্টি
ইষ্টার্ন গ্যালারি ৫০
নর্থ এন্ড সাউথ গ্যালারি ১০০
শহীদ জুয়েল মোস্তাক গ্যালারি ২০০
ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০
ভিআইপি ১০০০
হসপিটালিটি বক্স (প্রতি সিট) ৫০০০
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
গ্যালারি ৫০
ক্লাব হাউজ ২০০
ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০
ভিআইপি ১০০০
হসপিটালিটি বক্স (প্রতি সিট) ৫০০০
টেস্ট ম্যাচ
মিরপুর স্টেডিয়াম
ইষ্টার্ন গ্যালারি ২০
নর্থ এন্ড সাউথ গ্যালারি ৫০
শহীদ জুয়েল মোস্তাক গ্যালারি ৭৫
ভিআইপি ৫০০
হসপিটালিটি বক্স (প্রতি সিট) ৩০০০
খুলনা
গ্যালারি ২০
ক্লাব হাউজ ৭৫
ভিআইপি ৫০০
হসপিটালিটি বক্স (প্রতি সিট) ৩০০০
Leave a Reply