হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ…বাংলাদেশের ৪জন জেলে মিয়ানমার আরকান রাজ্যের বুচিদং কারাগারে ৮ মাস ধরে বন্দি রয়েছে বলে জানা গেছে। তন্মধ্যে ২ জনের বাড়ি টেকনাফ উপজেলায় এবং ২ জনের বাড়ি উখিয়া উপজেলায়। তাদের ফিরিয়ে আনতে স্থানীয় এমপির সুপারিশসহ প্রসাশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এরা হচ্ছে- উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী শফিকুর রহমান ও এলম বাহারের পুত্র এবাদ উল্লাহ প্রকাশ আব্দুল্লাহ ও বশির আহমদের পুত্র জয়নাল উদ্দিন (২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং লাতুরীখোলা চানুঅং চাকমা ও পুমে চাকমার পুত্র মংচাতাউং চাকমা (২৩) এবং বণি আমিন ও জাবেদা খাতুনের পুত্র রহমত উল্লাহ (২৪)। মাহামুদা খাতুন প্রকাশ মাহাদু তার আবেদনে উল্লেখ করেছেন প্রায় ৮ মাস আগে তার স্বামী রহমত উল্লাহ নিজস্ব বোট নিয়ে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে দমকা বাতাসের টানে নৌকাটি বাংলাদেশ জলসীমানা অতিক্রম করে মিয়ানমার সিমানায় প্রবেশ করলে নাসাকা বাহিনী তাকে আটক করে কারাগারে প্রেরণ করে। রংজনিমালা চাকমা দাবী করেছে তার স্বামী মংচাতাইং চাকমাও একই ভাবে সীমানা অতিক্রম করেন নাসাকা বাহিনী ধরে ফেলে। এদিকে শফিকুর রহমান দাবী করেছে তার পুত্র এবাদ উল্লাহ রাতের অন্ধকারে মাছ শিকার করাকালীন অজ্ঞাতবশতঃ মায়ানমার সীমান্তে গেলে নাসাকা তাকেও ধরে ফেলে। পৃথক পৃথক ভাবে ঘটনার শিকার এই ৪ জন জেলে এভাবে মায়ানমার নাসাকা বাহিনীর হাতে আটকা পড়ে প্রায় ৮ মাস ধরে বন্দি অবস্থায় থাকার কারণে পরিবার-পরিজন নিয়ে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সুপারিশ করেছেন। ######