খুলনায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোহাগ-রাজ্জাকের স্পিন জাদুতে কপোকাত হয়েছে ওয়েস্ট ইন্ডজের ব্যাটিং। এ দুজনের বোলিং তোপে ১৯৯ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়রা। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২০০রান। এ লক্ষে ব্যাট করতে নেমে আনামুল ও তামিমের ওপেনিং জুটি শুভ সূচনা কেরছে। ৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ৩৭ রান কররেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত। তামিম ২৬ রানে ও আনামুল ৭ রানে ব্যাট করছেন। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মাশরাফির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন লেন্ডল সিমন্স (১৩)। দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ হওয়ার আগে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলও (৩৫)। সোহাগ গাজীর বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। নিজের পরবর্তী ওভারে গেইলের জায়গায় ক্রিজে আসা মারলন স্যামুয়েলসকেও (০) ফেরান সোহাগ গাজী। দলীয় ১০০ রানে কাইরন পোলার্ডকে (১৫) ফেরান আবদুর রাজ্জাক। পরের ওভারে রান আউট হন ড্যারেন ব্রাভো (৩৫)। এরপর একে একে ড্যারেন সামি, রাসেল ও থমাস বিদায় নিলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়স্টে ইন্ডিজ। এর পর সুনীর নারিন ও রবি রামপলের দারুণ পাটৃনারশিপের উপর ভর করে ১৯৯ রান করতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। সোহাগ গাজী ২৯ রান দিয়ে ৪টি ও আবদুর রাজ্জাক ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আজ দীর্ঘ সাড়ে চার বছর পর সাকিব আল হাসানকে ছাড়া ওয়ানডে খেলছে বাংলাদেশ। শিনবোনে চোট পাওয়ায় পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজের প্রথম দুটিতে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।
সাকিবের অনুপস্থিতে দলে অভিষেক হয়েছে মমিনুল হকের। আজ অভিষিক্ত হয়েছেন আরও তিনজন—এনামুল হক, সোহাগ গাজী ও আবুল হাসান। এক ম্যাচে চার ক্রিকেটারের অভিষেক! ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এমন ঘটনা এই প্রথম।
Leave a Reply