এম আবুল কালাম আজাদ …..কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বসে ১০ জন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই উখিয়ার ভালুকিয়া হারু ফকির পাড়া এলাকায় পাহাড় কেটে দালান নির্মানের পায়তার করছে এক প্রবাসীর পরিবার। উক্ত পরিবারের লোকেরা স্থানীয় বন বিভাগ সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ম্যানেজ করে গত কয়েক দিন ধরে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। অনেকটা বিনা বাধায় পাহাট কাটা অব্যাহত থাকায় আইন এবং আইনের শাসনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল। সরেজমিন ঘুরে দেখা যায়, ভালুকিয়া হারু ফকির পাড়া গ্রামের মৃত রশিদ আহম্মদের ছেলে বাবুল মিয়া (৩০), সিরাজ মিয়া (৪৫) তাদের প্রবাসী ভাই ফিরোজ মিয়ার জন্য দালান নির্মাণ করার জন্য গত কয়েক দিন ধরে ভালুকিয়া বন বিটের আওতাধীন ৫নং সিটের বি,এস ৮০৫২ দাগের সরকারী পিএফ পাহাড় কাটা অব্যাহত রেখেছে। উক্ত ব্যক্তিরা ভালুকিয়া বন বিটের হেডম্যান রশিদ আহম্মদের মাধ্যমে উখিয়ার এসি এফ, রেঞ্জ কর্মকর্তা, ভালুকিয়া পালং বিট কর্মকর্তা ও হলদিয়া বন বিটের হেডম্যান লাভু সহ সংশ্লিষ্ট কর্মচারী ও কর্মকর্তাদের লক্ষাধিক টাকার বিনিময়ে ম্যানেজ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, উক্ত প্রভাবশালী ব্যক্তিরা নির্বিচারে পাহাড় কাটার কারণে পার্শ্ববর্তী এলাকার রশিদা আক্তার (৪৫), বুজুরুজ মিয়া (৫০) ও মাহবুবুল আলম (৩০) সহ আশ পার্শ্বের কয়েকটি বসত ঘর চরম ঝুকিতে রয়েছে। যে কোন মুর্হুতে উক্ত পাহাড় ধ্বসে প্রাণহানীর আশংকা রয়েছে।
Leave a Reply