এইচ. এন আলম, ঈদগাঁও……..ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঈদগাঁও শাখার উদ্যোগে সদরের উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় । স্থানীয় নোমানীয়া মাদরাসার মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান এডঃ সলিমুল্লাহ বাহাদুর, ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দীন, ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক স্বার্থে ইসলামী ব্যাংক ত্রাণ বিতরণ করা ছাড়াও বিভিন্ন প্রকারের গরীব দুঃস্থ মানুষের পাশে দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়ে ইসলামী ব্যাংক যে অবদান রেখেছে তা অন্যান্য ব্যাংকের প্রতি তা লক্ষ্য করা যায় না। বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীদেরকেও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। শাখা ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দীন বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মানবিক সেবা কার্যক্রমে সবার চেয়ে এগিয়ে আছে। ইসলামী ব্যাংক এদেশের গণ মানুষের ব্যাংক তাই যে কোন দূর্গত এলাকায় ইসলামী ব্যাংক সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকবে। ত্রাণ বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমানীয়া মাদরাসার সহকারী মোহতামীম মাওলানা আবু শামা, চৌফলদন্ডী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রাহমাতুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply