মোঃ রেজাউল করিম, ঈদগাঁও…অতি সম্প্রতি সংগঠিত ভয়াবহ বন্যায় বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার সহ আশপাশ এলাকায় প্রায় সবকটি ইউনিয়নের অভ্যন্তরীন সড়কগুলো চুর্ণবিচুর্ন হয়ে গেছে। চলাচল অযোগ্য হয়ে গেছে এ অঞ্চলের জনপদ। প্রায় ইউনিয়নের সড়ক-উপসড়ক লোক ও যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে দূরবর্তী এলাকার সাথে বৃহত্তর ঈদগাঁওর যোগাযোগ ব্যাহত হচ্ছে। তাছাড়া বন্যার্টদের মধ্যে ত্রান তৎপরতাও পর্যাপ্ত নয়। বন্যায় কক্সবাজারে সবচে ক্ষতিগ্রস্ত ঈদগাঁও এলাকায় এ যাবৎ মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন না না করায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে। রাস্তাঘাট চলাচলের অযোগ্য হওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মারাতœক বিঘœ ঘটছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ঈদগাঁও, জালালাবাদ, ভোমরিয়াঘোনা, কুলাল পাড়া, ইউছুপেরখীল, বোয়ালখালী, পোকখালীর নিন্মাঞ্চল, দক্ষিন মাইজ পাড়া, ঘোনার পাড়া প্রভৃতি।
Leave a Reply