প্রেস বিজ্ঞপ্তি…..বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে গতকাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জি এম রহিমুল্লাহ এক বিবৃতিতে বলেন-ক্ষতিগ্রস্থদেরকে অবিলম্বে পর্যাপ্ত ত্রান সামগ্রী প্রেরন,মেডিকেল টিম প্রেরন ও পুনর্বাসনের জন্য সরকারকে উদ্দোগ গ্রহন করতে হবে।এক্ষেত্রে বিত্তবানদের কেও এগিয়ে আসতে হবে।তিনি বলেন এখনো পর্যন্ত কিছু কিছু এলাকার মানুষ পানিবন্দী রয়েছে,আমাদের সীমাবদ্ধতা থাকা সত্তেও আমরা যৎসামান্য এান সামগ্রী দুর্গতদের বিতরন করেছি চাহিদার তুলনায় এগুলো কিছূ নয়।সরকারের উচিৎ দুর্গত এলাকার জনগনের সহযোগীতা করা ।তিনি বন্যার্থদের সহযোগীতায় সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।উল্লেখ্য জিএম রহিমুল্লাহ ঝিলংজা,পিএমখালীর ক্ষতিগ্রস্থ এলাকা সমুহ পরিদর্শন করেন।বিকেলে তিনি ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানিয়ে বিত্তশালীলোকজনের সাথে শহরে মতবিনিময় করেন ।এসময় তার সাথে ছিলেন জেলা প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল ,শহর সেক্রেটারী সাঈদুলআলম প্রমুখ নেতৃবৃন্দ।
ছবি ক্যাপশন:-খরুলিয়ার পাথলী রোডে পিএমখালী থেকে আসা বন্যার্থদের খোজ খবর নিচ্ছেন জামায়াত নেতা জি এম রহিমুল্লাহ।এসময় তিনি টেলিফোনে দুর্গত এলাকার ত্রান প্রেরনের জন্য সদর ইউএনও সহ জেলা প্রশাসনের সাথে কথা বলেন।
আব্দুল হাকিম মাসুম
প্রচার বিভাগ,ককসবাজার জেলা
Leave a Reply