কক্সবাজারকে দূর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ সহায়তায় এগিয়ে আসুন
ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি আল আমীন মু.সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি দিদারুল ইসলাম, শহর সেক্রেটারি সরওয়ার কামাল, জেলা সাংগঠনিক সম্পাদক মুজহেরুল ইসলামসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, স্মরণকালের ভয়াবহতম প্লাবনের কারণে কক্সবাজারে মানবিক সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তার অভাবে ক্ষতিগ্রস্থ লোকজন অনাহারে ও শংকায় দিনাতিপাত করছে। পাশাপাশি প্লাবিত ও তালাবদ্ধ বাড়িঘরে চুরি-ডাকাতির আতংক বিরাজ করছে। তাই আইন-শৃংখলা রক্ষায় প্লাবিত এলাকায় টহল জোরদার করা প্রয়োজন। নেতৃবৃন্দ জেলার রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সহায়তা পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান এবং অবিলম্বে কক্সবাজারকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করে কক্সবাজারবাসীকে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
সরওয়ার আলম
জেলা প্রচার বিভাগ
Leave a Reply