মোহাম্মদ সিরাজুল হক সিরাজ…বঙ্গোপসাগরে প্রতিদিন দিন রাত্রিতে একশ কোটি টাকারও বেশি মাছ দেশে উৎপাদন হচ্ছে। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় হাজার হাজার বিভিন্ন প্রকৃতির ফিশিং ট্রলার, মাছ ধরার নৌকা দ্বারা প্রায় বঙ্গোপসাগর থেকে দিন আর রাত্রিতে অনবরতভাবে একশ কোটি টাকারও বেশি বিভিন্ন জাতের সাগরের মাছ উৎপাদন হচ্ছে। এই বিপুল পরিমাণ মাছ গুলি প্রধানত চট্টগ্রামের প্রধান প্রধান তিনটি ঘাট যেমন, ফিশারীঘাট, ব্রীজঘাট, অম্যতার ঘাট, কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র, ফিশারীঘাট, পটুয়াখালীর বিভিন্ন মাছের ঘাট ও আরত, বাঘের হাটের বিভিন্ন ঘাট ও মাছের আরত, বরিশালের পোর্টরোডের ঘাট আর বিভিন্ন মাছের আরত, খুলনার বিভিন্ন ঘাট ও মাছের আরত, ঢাকার সুয়ারীঘাট এবং বিভিন্ন মাছের আরত, এছাড়া হাজার হাজার ছোট মাছ উৎপাদনের ঘাট ও ছোট ছোট মাছের আরত এবং সোনাদিয়া বিশাল শুটকী মাছের মহাল, কক্সবাজার নাজিরার টেক বিশাল শুটকী মহাল, রাঙ্গাবালী বিশাল শুটকী মহাল, ধলঘাটার ছোট শুটকী মহাল আছে। বিভিন্ন ফিশিং ট্রলার ও নৌকার মাঝিদের এবং বিভিন্ন মাছ উৎপাদনের ঘাট এবং মাছ রপ্তানীকারক মাছের আরত থেকে জানা যায়, প্রতিদিন প্রতিরাত্রে প্রায় বঙ্গোপসাগর থেকে বিভিন্ন প্রকৃতির ১০০ কোটি টাকারও এই মৌসুমে মাছ উৎপাদন হচ্ছে। তবে এই বিপুল পরিমান মাছ গুলি সংরক্ষিত পরিকল্পনা নাই।
মোহাম্মদ সিরাজুল হক সিরাজ
০১৭২৭৬২৮২৯৫