সিরাজুল হক সিরাজ… বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙ্গালীর বড় গর্বের ধন, ভাগ্যের প্রতীক, পৃথিবীর নির্যাতিত মানুষের প্রথম সারির প্রথম মহান নেতা ছিলেন। যাহা সত্যকার প্রমাণিত বাস্তব ইতিহাস প্রমাণ করে। যেমন নিজের জীবন বাঙ্গালী জাতির জন্য কোরবান করে দিয়েছেন এবং স্বপরিবার ও বংশবুনিয়াদ, তার সমস্ত অনুগত সঙ্গী সহ কোরবান হয়েছেন এ বাঙ্গালী জাতির জন্য। অভিসংবাদিত এই নেতা পাকিস্তানি হানাদারদের সহিত শেষ ফাইনাল খেলা খেলার জন্য ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিকভাবে বাঙ্গালী জাতিকে উদ্দেশ্য করে স্বাধীনতার জন্য ভাষণ দান করেন। বঙ্গবন্ধু জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীন হতো না। পৃথিবীর বুকে এমন কোন নেতা নাই নিজের জীবন বিসর্জন দিয়ে তার জাতীকে পৃথিবীর মানচিত্র থেকে বাঙ্গীর মান চিত্র সৃষ্টি কারক, যার নাম পৃথিবীর সংবিধানে সর্ণাক্ষরে লেখা রয়েছে। তাই আমাদেরকে পরাজিত শক্তি জামায়াত-বিএনপির জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্ছার হয়ে আগামীতে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য রাজ পথে, মাঠে ময়দানে ঐ পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কোন ষড়যন্ত্রকারী মহেশখালীতে স্বাধীনতা পক্ষের শক্তিকে অত্যচার, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়া, হয়রানী করা থেকে ইহা বন্ধের জন্য দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার উদার্ত্ত আহ্বান জানান। শেখ হাসিনার সরকার মহেশখালীতে কুতুবদিয়াতে ১৫ কোটি টাকা উন্নয়ন খাতে দিয়াছেন। কিন্তু জামায়াত এমপি, বিএনপির উপজেলা চেয়ারম্যান তাদের নিজেদের মানুষকে হাতেনিয়ে নামধারী কিছু সুবিধাবাদী আওয়ামীলীগকে নিয়ে ষড়যন্ত্র করে সমস্ত উন্নয়নের টাকা লুটপাট করেছে। আগামীতে আমাদের ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা যাকে মনোনয়ন দেবে আমরা নিজের জীবন বাজি রেখে হলেও মহেশখালীর মাটিতে নৌকা মার্কার প্রার্থীকে আমার বিজয় করব। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। রাজ পথে আছি, রাজ পথেই থাকব। দেখা হবে মিছিলে মিছিলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই কথাগুলো বলেন গত ১১ নভেম্বর যুবলীগের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক বিশাল আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান।
থাইল্যান্ডে জেলে শ্রমিকদের নেওয়ার জন্য আবেদন তালিকা জমা করতেছে।
মহেশখালী নিজস্ব প্রতিনিধি- ১২ই নভেম্বর।
থাইল্যান্ডে জেলে শ্রমিকদের নেওয়ার জন্য আবেদন তালিকা জমা করতেছে। গত ১২ নভেম্বর মহেশখালী মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মহেশখালীর বিভিন্ন স্তর থেকে জেলে শ্রমিকেরা তাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ ফরম পূরন করে স্থানীয় মেম্বার চেয়ারম্যান সত্যায়িত করে থাইল্যান্ডে জেলে শ্রমিক হিসাবে কাজ করার জন্য আবেদন ফরম পূরন করে তালিকা জমা দিয়েছে। এদিকে মোহাম্মদ সুলতান, পিতা- মৃত হাজী জামাল হোছেন, সাং- আহমদিয়া কাটা, মুদিরছড়া, জালিয়া পাড়া, কবির আহমদ, পিতা- মৃত সাধন আলী, সাং- মুদিরছড়া, জালিয়া পাড়া, ও ঘটিভাঙ্গার, কুতুবজোমের পুটিবিলার মাতারবাড়ীর, ধলঘাট্রা, বড় মহেশখালীর, মহেশখালীর বিভিন্ন স্থর থেকে জেলে শ্রমিকেরা আবেদন তালিকা জমা করতে দেখা গেছে।
Leave a Reply