হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … র্যাব সদস্যরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে মাদক কারবারীকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ধৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের সংবাদ পেয়ে ১২ ফেব্রুয়ারী রাতে র্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং বাজারের দক্ষিণে ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা পূর্ব ফুলের ডেইল গ্রামের মৃত মোঃ মুসলিম উদ্দিনের পুত্র মোঃ আব্দুল আমিনকে (৩৭) একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে রাত সোয়া ৮টার দিকে র্যাব—১৫ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে পালানোর সময় ধাওয়া করে বাহারছড়া হলবনিয়া মিয়াপাড়ার আবুল ফরিদের পুত্র করিম উল্লাহকে (২৫) একটি পলিথিনসহ আটক করে। উপস্থিত স্বাক্ষীগণের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৭ হাজার ৯৬০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
Leave a Reply