প্রেস বিজ্ঞপ্তিকক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো: নুরুল বাছির বলেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী যথাসময়ে মরনোত্তর ও মেয়াদোত্তর বীমা দাবীর চেক হস্তান্তরের মাধ্যমে বীমা গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং কক্সবাজার সার্ভিস সেন্টারের উদ্যোগে মরণোত্তর মেয়াদোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ফারইষ্টের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দক্ষতার মাধ্যমে জীবন বীমার সুফল জনগণের দোর গোড়ায় পৌছে দেয়ার আহবান জানান। গতকাল বিকেল ৩টায় কোম্পানীর নিজস্ব কার্যালয় কোরাল রীফ প্লাজার ৬ষ্ঠ তলা কক্সবাজার সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন কোম্পানীর চট্টগ্রাম ডিভিশনাল ইনচার্জ ও জেইভিপি আলহাজ্ব এইচ.এম নুরুল কবির তৌহিদী। পবিত্র কোরআন হাদীসের আলোকে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবর্জনীন বীমার চট্টগ্রাম রিজিওনাল ইনচার্জ মো: খোরশেদ আলম, কক্সবাজার সার্ভিস সেন্টার ইনচার্জ ও কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন চকরিয়া জোনাল ইনচার্জ মাওলানা আবদুল মতীন, সার্বজনীন বীমার কক্সবাজার সার্ভিস সেন্টার ইনচার্জ আবুল কাশেম চৌং, কক্সবাজার জোনাল ইনচার্জ ও জেভিপি মাহমুদুল করিম, কক্সবাজার জোন ১ এর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ওসমান গণির পরিচালনায় অনুষ্ঠিত চেক হস্তান্তর এ ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিন্টের ফরিদুল আলম, শহিদুল্লাহ, মাও: হাফেজ ছৈয়দ আহমদ, মো: রিদুয়ান, শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৪ টি মরনোত্তর বীমা দাবীর চেক ও ১০০টি মেয়াদোত্তর বীমা দাবীর চেক গ্রাহকের হাতে তুলে দেন। মাহফিলের প্রধান ওয়েজ আল্লামা মাহমুদুল হক বলেন, সিয়াম সাধনার মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে খোদা ভীতি অর্জন করাই পবিত্র মাহে রমজানের প্রধান লক্ষ্য। তাই সারা মাস রোজা রাখার পর যাদের অন্তরে খোদা ভিিত সৃষ্টি হয়নি বুঝতে হবে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। তিনি সকলকে রমজানের প্রতিটি নিশ্বাসকে গণিমত হিসেবে ব্যবহার করার আহবান জানান।
Leave a Reply