জিয়াবুল হক, টেকনাফ- টেকনাফ শাহপরীরদ্বীপ মিস্ত্রিরপাড়ার মানবপাচারকারী লম্বা সলিমের সাথে প্রশাসনের গভীর সখ্যতা থাকায় দিব্যি চালিয়ে যাচ্ছে তার অপরাধ কর্মকান্ড। বছরের পর বছর এই আদম পাচারকারী হিসেবে খ্যাত লম্বা সলিম শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া -ঘোলাপাড়া ঘাটদিয়ে মিয়ানমার নাগরিক পারাপার ও আদম পাচার কার্যক্রমের প্রতিবেদন পত্রপত্রিকায় প্রকাশিত হলেও দিব্যি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এব্যাপারে তার কাছে জানতে চাইলে সে জানায় যাকে যেভাবে ম্যানেজ করতে হয় তাকে সেভাবে ম্যানেজ কাজ করছি। পত্র-পত্রিকায় লিখে কেউ আমার ক্ষতি করতে পারবেনা। এ ব্যাপারে তার বিরুদ্ধে অসংখ্য মামলা থাকলেও প্রশাসনের সাথে তার গভীর সখ্যতা থাকায় চার্জসীট থেকে অলৌকিকভাবে তার নাম বাদ পড়ে যায়। সে কিভাবে প্রকাশ্যে মানব পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা জনমনে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই মানবপাচারকারী লম্বা সলিম কিছু সংশি¬ষ্ট প্রশাসনের লোকজনদের মাসোহারা দিয়ে সে মিয়ানমার থেকে অবৈধভাবে রোহিঙ্গাদের নিয়ে আসছে। আবার এসব রোহিঙ্গাদের অধৈক লোকজনকে অপরাপর দালালের মাধ্যমে সাগর পথে মালয়শিয়া যাওয়ার সুৃযোগ সৃষ্টি করে দেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। শুধূ তাই নয় মিয়ানমারের বহু রোহিঙ্গা সুন্দরী যুবতীদের নিয়ে এসে নিজের স্বাদ মিটিয়ে স্থানীয় যুবসমাজের হাতে তুলে দেয় নির্ভরযোগ্য সূত্রে জানায়। শাহপরীরদ্বীপের শতশত মানুষ অভিযোগ করে বলেন- এই লম্বা সলিম শাহপরীরদ্বীপে সমুদার নামক এক নারীর পতিতালয়ে মিয়ানমারের অনেক যুবতীও সহজ সরল মেয়েকে নিয়ে এসে সমুদার হাতে তুলে দেয়। আর সমুদা এসব মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে আরামে তার অবাধে পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মানুষ লম্বা সলিমের কড়াল গ্রাস থেকে যুব ও ছাত্র সমাজকে রক্ষা করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী নজরধারী কামনা করেছেন।