দফায় দফায় সমঝোতা বৈঠক ব্যর্থ অনির্দিষ্টকালের আন্দোলন চরমে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম...টেকনাফের নীলা লেদা রোহিঙ্গা বস্তির মুসলিম এইডের জনবল নিয়োগে বাণিজ্য,স্বজনপ্রীতি ও দলীয়করণের তথ্য ফাঁস হতে শুরু করেছে । উক্ত এনজিওর উর্ধ্বতন কর্মকর্তারা নিজের অপকর্ম জায়েজ করতে আন্দোলনকারীদের সাথে আপোস করার জন্য দফায় দফায় বৈঠক করে নিষ্ফল হয়েছে। এদিকে আন্দোলনে দিন যতই গড়াচেছ ততই নিয়োগ বাণিজ্য,স্বজনপ্রীতি ও দলীয়করণের তথ্য বেরিয়ে আসছে ।সরেজমিন ও তথ্যানুসন্ধানে জানাযায়-গত২৪জুন টেকনাফের কর্মরত এনজিও সংস্থা মুসলিম এইড লেদা সাইটে জনবল নিয়োগে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকুরী না দিয়ে স্বজনপ্রীতি ও দলীয় নেতাদের অনুসারীদের নিয়োগ বন্ধসহ ৩দফা দাবীতে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করে লেদা এলাকার লোকজন। ক্ষুদ্ধ জনসাধারণ অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। মুসলিম এইডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে নীলা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এইচ কে আনোয়ার প্রজেক্টে সমঝোতা বৈঠক বসে। আন্দোলনকারীদের সাথে সমঝোতা না হওয়ায় এ আন্দোলন আরো তুঙ্গে উঠেছে। এদিকে মুসলিম এইডের জনবল নিয়োগে বাণিজ্য ,স্বজনপ্রীতি ও দলীয়ক্ষরণের তথ্য ফাঁস হতে শুরু করেছে। এনজিও সংস্থাটির সমর্থিত রাজনৈতিকদলের নেতাদের সন্তান ও হোয়াইক্যং ইউপির তথ্য সেবা কর্মী বুলবুল সরওয়ার ও শিবিরের সাবেক ১ক্যাডার, প্রাপ্ত নগদ টাকা এবং ভাবমূর্তি বজায় রাখার জন্য সরকারীদলের নেতাদের মনোনিতদের ২/১জনকে নিয়োগের অজুহাতে নিয়োগ বাণিজ্য চারিয়ে যাচেছ চাকুরী প্রার্থীরা অভিযোগ করছে । নির্বাচিত একপ্রার্থী নিয়োগ বন্ধ হয়ে যাওয়াই আক্ষেপ করে বলেন কত কষ্টকরে ত্রিশ হাজার টাকায় চাকরী নিলাম , আন্দোলন শুরু হওয়াই আমও গেল ছালাও গেল। এখন কি করব! এভাবে আস্তে আস্তে মুসলিম এইডের জনৈক আলী ও সরওয়ারের জনবল নিয়োগ বানিজ্যে অনিয়মের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। তাদের এসব কর্মকান্ড সচেতনমহলকে ভাবিয়ে তুলেছে।
This news is not factual. Local influential leaders try to break Muslim Aid HR policy and replace their candidates who participated in recruitment process. Why humanitarian services stopped by them?
muslim aid balen,ngo-der ja ballenna kano sob islam o muslimer sattro….sabdan