পত্রিকার পাতা খুললেই সহজে চোখে পড়ে আমরা বিয়ে করেছি দোয়া কামনা কিংবা প্রেমের টানে পাখা মেলে উড়াল দিল আকাশে। আবার অনেক সময় বেরশিক পুলিশ ও হানা দেয় প্রেমিক যুগলের রসের ঘরে। কতই না বিরক্তিকর তা কেবল তারাই জানেন। পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রেমের সৃষ্টি। তাই প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। কবি মনিষিগণ ও বলেছেন, পৃথিবীর যা কিছু সুন্দর, তার অর্ধেক করেছে নারী, অর্ধেক তার নর। প্রেমের সূত্র প্রথম দেখা তার পর ভাল লাগা আর ভাল লাগা থেকেই ভালবাসার সৃষ্টি। সেই ভালবাসা ও ভালালাগার টানেই অনেকে ছেড়েছে বাড়ি, ছেড়েছে পিতা-মাতা, ভাই-বোনের আদর স্নেহ। প্রেম অন্ধ, প্রেম মানেনা ধর্ম, মানে না বর্ণ জাত। সে আপন গতিতেই চলে। প্রেমের টানে পালানো ঘর পাতানো অতপরঃ ছোটিয়ে সংসারই যেন প্রেমের সার্থকতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জোড়া কপুত-কপুতিকে জানতে চাইলে তারা জানান, নিজে প্রেম করে বিয়ে করা মানেই দীর্ঘদিনের পরীক্ষিত নিজ প্রেমিকাকে বিয়ে করা। আর বা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করা মানে আরেক জনের প্রেমিকাকে বিয়ে করা। তাই দীর্ঘদিনের প্রেমের বাস্তবায়ন করার জন্য পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছি। আরেক জোড়া প্রেমিক যুগলকে জানতে চাইলে তারা জানান, পিরিতির টানে উড়াল দিলাম আকাশে। যেখানে শুধুই দু’জনা। কক্সবাজার সমুদ্র সৈকতে পালিয়ে আসা যুগল আরও জানান, প্রেম মানে সিগারেটের আগুন, যার শুরু আগুন দিয়ে শেষ পরিনতি ছাঁই। তাই দীর্ঘ দিনের প্রেমকে সফল করতে পালিয়ে এসেই বিয়ে করলাম। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুগল জানান, স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যাই চলে। প্রেম করেছেন ইউসুফ নবী তারই প্রেমে জুলেখা বিবি…এর ব্যর্থয় ঘটেনি কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশের একমাত্র কন্যা মুন্নীর। প্রেমিকের হাত ধরে পালালো পৌর মেয়র রাজ দাশের একমাত্র কন্যা মুন্নী শীর্ষক শিরোনামে ইনানী পত্রিকায় প্রকাশিত সংবাদটি টক অব দ্যা টাউন পরিণত হয় এবং কক্সবাজারের সর্বমহলসহ প্রেমিক রসিক মানুষদের ভালবাসার টানে কাছে আনে কথাটি আরেকবার মনে করিয়েছে। আরেক যুগল গানের সুরে সুরেই দিলেন তার কাংখিত প্রেমের বয়ান। তাই নরক থেকে স্বর্গের সন্ধানে পাড়ি জমালাম দু’জনে। অতপরঃ পালিয়ে বিয়ে কিংবা গোপনে। এভাবে চলেছেই প্রেম। আবার প্রেম নামক স্বর্গের সন্ধানে উড়াল দিতে পাখা ভেংগেও পড়েছে অনেকে। হারিয়েছে সর্বস্ব। তাদের সংখ্যাও কম নয়। অভিজ্ঞ প্রেমিক মহলের অভিমত প্রেমে ঝাল-মিষ্টি দু’ই আছে। প্রেমিকের হাত ধরে প্রেমিকার স্বেচ্ছায় পলায়ন ও বিয়ে অতপরঃ প্রেমিকার বাবার দায়েরী মিথ্যা মামলার ঘানিও টানছেন অনেকে। আবার অনেক প্রেমিকা তার প্রেমিকের জন্য জন্মদাতা পিতা-মাতাকে ও অস্বীকারের ঘটনাও কম নয়। প্রেমের কারণে অনেকে করেছে আত্মহত্যা। অনেকেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে নিজের স্বর্ণালী আগামীকে করেছে ভুলন্ঠিত। ফলে বর্তমানে অনেক প্রেমিক-প্রেমিকার দাবী প্রেমকে সরকারি করতে হবে। আমাদের দাবী মানতে হবে বলে আন্দোলনের হুমকি দেয়া এখন সময়ের দাবী। কয়েকজন সচেতন অভিভাবক জানান, আজকাল ছেলে-মেয়েদের অমতে বিয়ে-সাদীর চিন্তা করাটাও ভুল। তাই তাদের সিদ্ধান্তকে মেনে নিয়ে মহান আল্লার দরবারে দোয়া করাটাই শ্রেয়। নিজের মনকে প্রবোদ দিতে হবে এ আমার অদৃষ্ট। আর অদৃষ্টের লিখন যায় না খন্ডন।
A lot of thanks to you ,writer and gourdient of love partners.
if they understand the feelings of lovers.
Thanks writer..but ei kota ta o sotti j =pritibite sei happy j love ki seta jane na r j valobese sob peyese…
Pritibite moner manosh sara kokon o prokito shuk opubog kota jaina…