শুরু হচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের অডিও রেকর্ডিং। রুম্মান রশীদ খানের কাহিনী ও চিত্রনাট্যে সাফি উদ্দিন সাফি পরিচালিত এই চলচ্চিত্রের একটি গানের রেকর্ডিং হবে ২৫ সেপ্টেম্বর। সংগীত পরিচালক শওকত আলী ইমনের স্টুডিওতে গানটি রেকর্ড করা হবে।
ছবির কাহিনী ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘‘কবির বকুলের লেখা এ গানটিতে দ্বৈত কণ্ঠ দেবেন তৌসিফ ও দিনাত জাহান মুন্নী। গানটির শিরোনাম হলো ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’। এ গানটির মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ছবির অডিও রেকর্ডিংয়ের যাত্রা।”
রোমান্টিক অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল ৪ আগস্ট নায়ক শাকিব খানের জান্নাত হাউজে। সে সময় চারদিনের টানা শুটিং হয়।
এছাড়া অক্টোবরের প্রথম সপ্তাহে কিছু দৃশ্যের শুটিং হবে মালেশিয়ায়। পুরো ইউনিট চলে যাবে সেখানে। তবে চলচ্চিত্রটির দ্বিতীয় বারের মতো শুটিং শুরু হবে ২৬ সেপ্টেম্বর। এই দফায় শুটিংয়ে অংশ নেবেন নায়ক রাজ রাজ্জাক ও আনোয়ারা। তারা দু’জন এ চলচ্চিত্রে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। নায়ক চরিত্রে শাকিব খান ও নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। আর খল চরিত্রে থাকছেন ছোটপর্দার আলোচিত তারকা আরেফিন শুভ।
এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দিতি, সুব্রত, সাজু খাদেমসহ আরো অনেকে।
গামী ভালোবাসা দিবসে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রটি সারাদেশব্যাপী মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Thank you