নুরুল হোসাইন, টেকনাফ ::::টেকনাফ পৌরসভার কার্যালয়ে সংলগ্ন ২০ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমিতে অবৈধ ভাবে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধের নির্দেশ দিলেন উখিয়া-টেকনাফের সাংসদ শাহিন আক্তার ও সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
আজ ২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্ভোধন শেষে স্ব-শরীরে নির্মাণাধীন মার্কেটে গিয়ে একথা বলেন তারা।
সেই সংঙ্গে কাজ বন্ধ করার নির্দেশনাও দেন।
এ অবৈধ স্থাপনা নির্মাণ কাজ আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, পৌর মেয়র হাজী ইসলাম, প্যানেল মেয়র ১ মুজিবুর রহমান, প্যানেল মেয়র ২ আব্দুল্লাহ মনির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, টেকনাফ থানার সামনে সরকারী জমি কিনা যাচাইয়ের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টেকনাফকে ফরোয়াডিং পাঠিয়েছি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাচাই-বাচাই করে জমিটি সরকারী খাস খতিয়ানের জমি হিসাবে চিহ্নিত করেছে।
ভাই, অসম্পূর্ণ নিউজ করেন কেন? সরকারি খাস জমিতে কে বা কারা অবৈধভাবে মার্কেট করতেছে তা উল্লেখ করবেন তো। তাহলেই তো জনগণ জানতে পারবে কারা অবৈধ দখলদার।