নিজস্ব সংবাদদাতা , ঈদগাঁও……..কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের দু আওয়ামীলীগ নেতাকে শোকজ নোটিশ প্রদান করেছে সদর উপজেলা আওয়ামীলীগ। ১৯ সেপ্টেম্বর সদর উপজেলা অওয়ামীলীগ সভাপতি মনিরুল আলম চৌধুরী ও সাধারন সম্পাদক এস. টি. এম রাজা মিয়া স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাদের শোকজ করা হয়। জানা যায়, গত ১৮/১২/১১ইং আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সভাপতি মোজাহের আহমদের নের্তৃত্বে সদর নের্র্তৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ১নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন হয়। কিন্ত নিয়ম লংঘন করে ওই ওয়ার্ডের সাবেক সভাপতি ফরিদুল আলম এবং যুগ্ন সম্পাদক মোস্তাক আহমদ তা উপেক্ষা করে ২০ সেপ্টেম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে চিঠি বিলি করে সংগঠনের নেতা কর্মীদের মাঝে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা চালায়। বিষয়টি ইউপি সভাপতি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ওই শোকজ নোটিশ ইস্যু করে। চিঠিতে অভিযুক্তদের আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply